সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের একটি ফোনকল ভাইরাল হয়েছে। এই ফোনকলের বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আজ বুধবার রাত ৭টায় লাইভে আসবেন তামিম।
এ বিষয়ে তার ভেরিফাইড ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন—
‘‘জন্মদিনের শুভেচছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।
গতকাল থেকে একটা ফোনকল নিয়ে অনেক কথা হচ্ছে।
আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি ।
– তামিম ইকবাল’’
জানা গেছে মুশফিকুর রহিমকে নিয়ে তামিম-মিরাজের ফোনকলের বিষয়টি ছিল পুরোটা সাজানো নাটক। ঈদকে সামনে রেখে একটি আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের নতুন বিজ্ঞাপন প্রকাশ উপলক্ষ্যেই এই ফোনকলটি সাজানো হয়েছে। যাতে মানুষের আগ্রহ তৈরি হয়।
তবে বিষয়টি ভালোভাবে নেয়নি ক্রিকেটপ্রেমীরা। প্রথমে ফোনকলটিকে সত্য মনে করে তামিমের তুমুল সমালোচনা হয়। এখন বিষয়টি অনেকটা জানাজানি হওয়ার পরও তামিমের সমালোচনা থামছে না। ভক্ত-সমর্থকদের কেউ কেউ বলছেন টাকার জন্য তামিম এতো নিচে নামতে পারেন? তারা বিষয়টি বিশ্বাস করতে পারছেন না।
এখন দেখার বিষয় তামিম নিজে কিভাবে এই ফোনকলের বিষয়টির ব্যাখ্যা দেন এবং তার গ্রহণযোগ্যতা ভক্ত-সমর্থক ও ক্রীড়ানুরাগীদের কাছে তুলে ধরেন।