সাভারের আমিন বাজারে সাভার উপজেলা নির্বাচন উপলক্ষে মঞ্জুরুল আনলের রাজীবকে সমর্থন করে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে। আমিনবাজারের বড়দেশী কবরস্থান মাদ্রাসা প্রাঙ্গণে আজ বিকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুল হাই আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: বেলায়েত হাসান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমর বলেন, আপনাদের যে কোন প্রয়োজনে আমার বড়ভাই রাজীব আপনাদের পাশে ছিলেন, আছে এবং ভবিষ্যতেও আপনাদের সমর্থন ও সহযোগিতা নিয়ে পাশে থাকবেন। এ সময় অনুষ্ঠানে আগত এলাকাবাসীর বিভিন্ন অসুবিধার কথা শুনেন তিনি। পরে এসব অসুবিধা দূরীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ঈদের আগেই নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক আওয়ামী লীগের সভাপতি আকিল খন্দকার।
এসময় আমিন বাজার ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকলনেতাকর্মীসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।