January 13, 2025, 12:55 am

প্রাইভেটকারের ওপর বালুবাহী ট্রাক, ১ ঘণ্টা পর চালক উদ্ধার

Reporter Name

রাজধানী ঢাকার বিজয় সরণি এলাকায় একটি প্রাইভেটকারের ওপর উল্টে পড়েছে বালুবাহী ট্রাক। এতে দুমড়ে মুছড়ে যায় প্রাইভেটকারটি, ভেতরে আটকা পড়েন চালক সোহেল রানা।

মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বিজয় সরণি সিগনালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেটকার বিজয় সরনির সিগনাল পার হওয়ার সময় ডানপাশ থেকে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটির ওপর উল্টে পড়ে। এতে গাড়ির ভেতরে আটকা পড়েন চালক। ভেতরে তিনি একাই ছিলেন। এরপর গাড়ির দরজা কেটে প্রায় ১ ঘন্টা পর তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

পুলিশ জানিয়েছে, সোহেল রানাকে উদ্ধারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে গেছে।

ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, রেকারের মাধ্যমে ট্রাকটি উঠিয়ে সরানোর চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page