January 13, 2025, 2:25 am

রমজানে দেশের বাজারে এলো স্প্রাইট লেমন মিন্ট

Reporter Name

শীর্ষস্থানীয় লেমন-লাইম ফ্লেভারের স্পার্কলিং পানীয় স্প্রাইট ® বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে নতুন লেমন মিন্ট ফ্লেভার।

শুধু রমজান মাসেই এই এক্সক্লুসিভ পানীয়টি পাওয়া যাবে। এতে থাকছে লাইম ও মিন্টের চাঙ্গা করা স্বাদ। এই উদ্ভাবনী ফিউশন কার্বনেটেড পানীয়টিকে করে তুলেছে অনন্য। ইফতারের পরে তৃষ্ণা মেটানোর জন্য চমৎকার এ পানীয়ের প্রতিটি চুমুকেই পাওয়া যায় লেমন ও মিন্টের ফ্লেভার।

কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু-উন নাহার বলেন, “বাংলাদেশের বাজারে নতুন স্প্রাইট লেমন মিন্ট নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। এই রমজান মাসে সারা দিন রোজা রাখার পর লেমন ও মিন্টের ফ্লেভারে ভোক্তাদের সতেজ করে তোলাই আমাদের লক্ষ্য। শীঘ্রই গ্রীষ্ম শুরু হচ্ছে, এ সময়ে সবাই ঠান্ডা পানীয় পান করতে পছন্দ করেন।

তাই স্প্রাইট লেমন মিন্ট খুব দ্রুতই সবার পছন্দের পানীয় হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি।”

স্প্রাইটের শীতল করা লেমন-লাইম ফ্লেভারের সঙ্গে মিন্টের সতেজতা মিলে ভোক্তাদের তৃষ্ণা যেমন মিটবে, পাশাপাশি তারা চাঙ্গাও হয়ে উঠবেন। সারা দেশ জুড়ে পাওয়া যাবে এই পানীয়। সীমিত স্টকের পানীয়টি শুধু রমজান মাসেই বাজারে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page