November 15, 2024, 2:53 am

বিপিএল : চূড়ান্ত হলো প্রথম কোয়ালিফায়ারের দুই দল

Reporter Name

চলছে বিপিএলের দশম আসরে। তারকা ক্রিকেটারদের উপস্থিতি এবারের বিপিএলকে করে তুলেছে বেশ আকর্ষণীয়। আর মাত্র দুইটি ম্যাচ পরই শেষ হতে যাচ্ছে বিপিএলের গ্রুপ পর্ব। ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে প্রথম কোয়ালিফায়ারের দুই দল। বিপিএলে প্রথম কোয়ালিফায়ার আগেই নিশ্চিত করেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিবের দল মুখোমুখি হয়েছিল পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। জিতলে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হতো কুমিল্লার এবং তাতে নিশ্চিত হতো কোয়ালিফায়ারও। ১৪ বল হাতে রেখে রংপুরকে ৬ উইকেটে হারিয়ে সে লক্ষ্য পূরণ করেছে লিটনের কুমিল্লা। মঈন আলী-রাসেলের কুমিল্লার কাছে হারের পরও ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রংপুর। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান কুমিল্লার। শেষ চারের লড়াই শুরুর আগে প্রতি দল খেলবে ১২টি করে ম্যাচে। রংপুরের মতো লিগ পর্বে ১২ ম্যাচের সব কটি খেলে ফেলা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে ফরচুন বরিশাল। অর্থাৎ কুমিল্লা লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ হারলে এবং বরিশাল নিজেদের শেষ ম্যাচ জিতলেও কুমিল্লাকে হটিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারবে না। ২৫ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ারে তাই রংপুরের প্রতিপক্ষ কুমিল্লাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page