যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তার স্বার্থে তার লাইসেন্সধারী বৈধ অস্ত্র রয়েছে। তিনি বলেন, “গণ-অভ্যুত্থানের নেতৃত্বে থাকা অবস্থায় কয়েকবার হত্যাচেষ্টার শিকার হয়েছি। তাই নিরাপত্তার কথা ভেবে অস্ত্র রাখা স্বাভাবিক। যখন প্রটোকল বা সরকারি নিরাপত্তা থাকে না, তখন নিজ উদ্যোগেই সুরক্ষা নিশ্চিত করতে হয়।”
রবিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি। মরক্কোর মারাকেশে ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ অংশ নিতে ভোরে রওনা হওয়ার সময় এক অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ টেনে তিনি লেখেন, “ভোরে তাড়াহুড়োতে প্যাকিংয়ের সময় ভুলবশত একটি অতিরিক্ত ম্যাগাজিন ব্যাগে রয়ে যায়। স্ক্যানিংয়ে ধরা পড়ার পরই সঙ্গে থাকা প্রোটোকল অফিসারের কাছে সেটি হস্তান্তর করি।”
আসিফ মাহমুদ বলেন, “ঘটনাটি একেবারেই অনিচ্ছাকৃত। একটি ম্যাগাজিন দিয়ে কী করা সম্ভব? যদি খারাপ উদ্দেশ্য থাকত, তাহলে অস্ত্র রেখে আসতাম না। বিষয়টি নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তা অপ্রাসঙ্গিক।”
তিনি আরও বলেন, “চাপ দিয়ে সংবাদ সরানোর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি টানা ১০ ঘণ্টা ফ্লাইটে ছিলাম। নাগরিক হিসেবে কেউ নিরাপত্তার ঝুঁকিতে থাকলে নিয়ম মেনে অস্ত্রের লাইসেন্স নেওয়া তার অধিকার।”