রাজধানীর কাফরুলে বাসা থেকে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার সন্ধ্যার দিকে কাফরুলের পূর্ব শেওড়াপাড়া থেকে দেহটি উদ্ধার করা হয়।
নিহত ফাহমিদা ইসলাম খান একা (২১) উত্তরা ইউনিভার্সিটির অনার্স দ্বিতীয় বর্ষের অ্যাকাউন্টিংয়ের শিক্ষার্থী ছিলেন। তার বাবা মো. এমদাদুল ইসলাম খান ল্যাপটপ ব্যবসায়ী। গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়।
পূর্ব শেওড়াপাড়ার অর্বিক ভবনের তিনতলায় পরিবারে সাথে থাকতেন একা। তিন বোনের মধ্যে ফাহমিদা ছিলেন সবার বড়।
ফাহমিদার চাচা হেদায়েতুল ইসলাম খান মানিক জানান, বিকেলে বাসায় কেউ না থাকার সুযোগে ফাহমিদা ফাঁস দেয়। ঘরে ফিরে তার কোনো সাড়া-শব্দ না পাওয়া গেলে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তার ঘরে ঢোকে। পরে তার ঝুলন্ত দেহ নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে