ঢাকা, খিলগাঁও: খিলগাঁওয়ের পল্লীমা সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো জামালপুর সমিতির বার্ষিক সাধারণ সভা এবং ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এই নির্বাচনে হাফিজুর রহমান ময়না নির্বাহী সভাপতি হিসেবে নির্বাচিত হন। ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন মহাসচিব এবং নজরুল ইসলাম দুলাল সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
সভায় সমিতির সম্মানিত উপদেষ্টাসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তারা জামালপুর সমিতির মানবসেবামূলক কার্যক্রমের সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সভায় জামালপুর সমিতির সদস্য ছাড়াও ঢাকায় বসবাসরত সর্বস্তরের জামালপুরবাসী অংশগ্রহণ করেন।
সভায় সমিতির পক্ষ থেকে ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুন উদ্যোগ তুলে ধরা হয়। আশা করা হচ্ছে, এই উদ্যোগগুলো আগামী দিনে জামালপুরের মানুষের উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।