January 13, 2025, 1:06 am

তারেক রহমানের পক্ষ থেকে মিরপুরে শীতবস্ত্র বিতরণ

Reporter Name

 

স্টাফ রিপোর্টার:
আজ ১১ জানুয়ারি ২০২৫, শনিবার বিকাল ৪টায় মিরপুর-২, ব্লক-এইচ, ন্যাশনাল হাউসিং সংলগ্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা-১৪ আসনের নেতা মোস্তফা জগলুল পাশা পাপেল। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান গরিব মানুষের জন্য এই উপহার পাঠিয়েছেন এবং দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন।

তিনি আরও বলেন, আওয়ামী সরকারের আমলে শীতবস্ত্র বিতরণে প্রতিবন্ধকতা সৃষ্টি হলেও এখন বিএনপি জনগণের পাশে দাঁড়াতে পারছে। এই কর্মসূচি ধারাবাহিকভাবে বিভিন্ন ওয়ার্ডে চলবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি। এছাড়া মহানগর নেতা হাফিজুল হাসান শুভ্র, জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতা শাফায়েত রাব্বি আরাফাত, রাশেদুল ইসলাম ফয়সলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page