ফরিদপুরের আলফাডাঙ্গায় একরাতে তিন সহোদরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির শিকার পরিবারগুলো দাবি, ডাকাতেরা ওই তিন সহোদরের বাড়ি থেকে পাঁচ লক্ষাধিক টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খবিবুর রহমান বকু, সেনাসদস্য শাহাআলম মিয়া ও আবুল খায়ের মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, শর্ট প্যান্ট পরিহিত মুখোশধারী ৭-৮ জনের একটি ডাকাত দল অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খবিবুর রহমান বকুর বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা বসতঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। ডাকাতেরা পর্যায়ক্রমে পার্শ্ববর্তী তাঁর ভাই আবুল খায়ের ও শাহাজাহানের বসতঘরে প্রবেশ করে একইভাবে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।