January 13, 2025, 12:23 am

আলফাডাঙ্গায় একরাতে তিন সহোদরের বাড়িতে ডাকাতি

মিয়া রাকিবুল
আলফাডাঙ্গায় একরাতে তিন সহোদরের বাড়িতে ডাকাতি

ফরিদপুরের আলফাডাঙ্গায় একরাতে তিন সহোদরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির শিকার পরিবারগুলো দাবি, ডাকাতেরা ওই তিন সহোদরের বাড়ি থেকে পাঁচ লক্ষাধিক টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে

 

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খবিবুর রহমান বকু, সেনাসদস্য শাহাআলম মিয়া ও আবুল খায়ের মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, শর্ট প্যান্ট পরিহিত মুখোশধারী ৭-৮ জনের একটি ডাকাত দল অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খবিবুর রহমান বকুর বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা বসতঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। ডাকাতেরা পর্যায়ক্রমে পার্শ্ববর্তী তাঁর ভাই আবুল খায়ের ও শাহাজাহানের বসতঘরে প্রবেশ করে একইভাবে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page