ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. আবদুল হাইয়ের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এ–সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ইসি।
ইসি সূত্র জানায়, আবদুল হাই ১৬ ডিসেম্বর শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের চড়িয়ারবিল বাজারে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামের রাজনৈতিক কার্যালয়ে ঢুকে ছবি ভাঙচুর করেন এবং পোস্টার ছিঁড়ে ফেলেন। এ ঘটনায় মামলা করার নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. মিজানুর রহমান এবং পাবনার ভাঙ্গুড়া উপজেলার মণ্ডতোষ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. নুর ইসলামের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দিয়েছে ইসি।
অন্যদিকে রিটার্নিং কর্মকর্তাকে হুমকির অভিযোগে লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমানকে সোমবার তলব করে ইসি। শুনানি হলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি কমিশন। মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।