সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন উপজেলার আমিন বাজারের সুশীলদের সাথে বর্তমান সমসায়িক বিষয় ও রাজনৈতিক শৃঙ্খলা নিয়ে এক মত বিনিময় সভা করেছেন। গতকাল বিকালে আমিনবাজারের বড়দেশী আশা হোটেল এন্ড রেস্টুরেন্টে আমিন বাজার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবু সাইদের সার্বিক সহযোগিতায় ২নং ওয়ার্ডের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় এলাকাবাসী ফুল দিয়ে বরণ করে নেয় আলহাজ্ব কফিল উদ্দিনকে। সভায় আমিন বাজারের প্রতিটি ওয়ার্ডের মানুষের নিরাপত্তা, মাদক নির্মূল, সন্ত্রাস চাঁদাবাজপ্রতিরোধসহ সার্বিক শৃঙ্খলার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খোলামেলা আলোচনায় যে কোন মুল্যে সকল ধরনের অপতৎপরতা, অনিয়ম. চাদাবাজি ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি মেম্বার ইউসুফ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজুদ্দিন ফালান, শিক্ষানুরাগী হাজী হোসেনসহ, আবু সাইদ মেম্বারসহ সহ আরো অনেকে।