November 15, 2024, 3:52 am

কালুরঘাটে টেম্পোর ধাক্কায় পা ভাঙলো বৃদ্ধের

Reporter Name

কালুরঘাট ফেরিঘাটের পশ্চিম প্রান্তে টেম্পোর ধাক্কায় এক ব্যক্তি আহত হয়েছেন।

এতে মো. গফুর (৫৫) নামের ওই ব্যক্তি পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।

তিনি পটিয়া উপজেলার বাসিন্দা।
বুধবার (৮ মে) সকাল ৭টার দিকে ফেরিঘাটের বেইলি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

ফেরি পরিচালনাকারী সাইদুর রহমান বলেন, সকালে ওই ব্যক্তি ফেরি থেকে পাড়ের দিকে যাওয়ার সময় বেইলি ব্রিজে একটি টেম্পো তাকে ধাক্কা দেয়। এতে তার বাম পা ভেঙে যায়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ফেরিঘাটে টেম্পোর ধাক্কায় আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে বোয়ালখালী থেকে নগরের কলেজে যাওয়ার পথে কালুরঘাট ফেরিঘাটের বেইলি ব্রিজে টেম্পো চাপায় শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা (১৮) মারা যান। এ ঘটনায় টেম্পো চালক রেজাউল করিম জিসানকে (২১) আটক করে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page