January 12, 2025, 11:16 pm

সুবর্ণচরে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে

Reporter Name

সারা দেশে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

বুধবার (৮ মে) সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি ও ঝড়ো বাতাসের মধ্যে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।

শুরুতে বৃষ্টি থাকায় ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম ছিল। পরবর্তীতে বৃষ্টি কমে গেলে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।

এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থানীয় সংসদ সদস্যের ছেলে আতাহার ইশরাক সাবাব চৌধুরী (আনারস) ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম (দোয়াত কলম)।

উভয়পার্থী নিজ নিজ কেন্দ্রে সকালে ভোট দেন এবং জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এসময় তারা বলেন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

সরেজমিনে সকাল সাড়ে ৯ টায় চর বজলুল করিম ৫ নং ওয়ার্ডের জববারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, বৃষ্টির কারণে কেন্দ্রের মাঠে পানি। তাই ভোটাররা কেন্দ্রের বারান্দায় গিয়ে লাইনে দাঁড়িয়ে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page