সারা দেশে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
বুধবার (৮ মে) সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি ও ঝড়ো বাতাসের মধ্যে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।
এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থানীয় সংসদ সদস্যের ছেলে আতাহার ইশরাক সাবাব চৌধুরী (আনারস) ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম (দোয়াত কলম)।
উভয়পার্থী নিজ নিজ কেন্দ্রে সকালে ভোট দেন এবং জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এসময় তারা বলেন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
সরেজমিনে সকাল সাড়ে ৯ টায় চর বজলুল করিম ৫ নং ওয়ার্ডের জববারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, বৃষ্টির কারণে কেন্দ্রের মাঠে পানি। তাই ভোটাররা কেন্দ্রের বারান্দায় গিয়ে লাইনে দাঁড়িয়ে আছে।