বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাতভর আগুনে পোড়ার পর অবশেষে রোববার (৫ মে) সকাল ৮টায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট নির্বাপনের কাজ শুরু করেছে। এ সময় আগুন দুই কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
এর আগে গতকাল শনিবার (৪ মে) বিকাল পৌনে ৩টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের খবর পায় বন বিভাগ। খবর পেয়ে বন বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ সবাই ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় তাদের অভিযান অসমাপ্ত রেখে চলে যেতে হয়।
রোববার সকাল থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বন বিভাগ, পুলিশ, স্থানীয় প্রশাসন আগুন নির্বাপনের কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগের উপ-পরিচালক মামুন মাহমুদ বলেন, সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পর বন বিভাগ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সেখানে ছুটে যায়। গতকাল সন্ধ্যা হওয়ায় আমরা কর্যক্রম শুরু করতে পারিনি। সকাল থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটে তৈরি আছে। ৩টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করছে। নৌবাহিনী, বন বিভাগ, পুলিশ ও স্থানীয় প্রাশাসন সবাই আগুন নির্বাপনের কাজে সহায়তা করছে।
মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান বলেন, এখন পর্যন্ত আগুন দুই কিলোমিটারে সীমাবদ্ধ আছে। খালে জোয়ারের পানি থাকায় ওয়াটার ক্যানেল তৈরি করা হয়েছে। আগুন ছড়িয়ে পড়ার সম্ভব নেই। ফায়ার সার্ভিস, বন বিভাগ, কোর্স গার্ডসহ প্রায়ই পাঁচশতাধিক জনবল কাজ করছে। আশা করি দ্রুত সময়ের মাঝে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
তীব্র তাপপ্রবাহের মধ্যে বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলে আগুন কখন, কেন এবং কীভাবে লেগেছে, সে বিষয়ে পরিষ্কার কিছু বলতে পারেনি বন বিভাগ।