January 13, 2025, 3:21 am

আজ মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে জুমা পড়াবেন যাঁরা

Reporter Name

আজ শুক্রবার। পবিত্র জুমার নামাজ পড়বেন সারাবিশ্বের মুসলিমরা। সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হবে। মক্কার মসজিদুল হারামে জুমার নামাজ পড়াবেন শায়খ ফয়সাল বিন জামিল গাজাবি এবং মদিনার পবিত্র মসজিদে নববিতে নামাজ পড়াবেন শায়খ ড. আহমাদ বিন আলী আল-হুজাইফি।

গত বুধবার (১ মে) এক্স এর বার্তায় পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী পর্ষদ এ তথ্য জানিয়েছে।

প্রতি সপ্তাহের মতো আজকের জুমার খুতবাও শোনা যাবে। আরবি ভাষার পাশাপাশি যেসব ভাষায় জুমার খুতবার অনুবাদ শোনা যায় তা হলো- ইংরেজি, ফার্সি, মালাই, উর্দু, চাইনিজ, ফ্রেঞ্চ, হাউসা, তার্কিশ, রুশ, বাংলা। মানারাতুল হারামাইন ওয়েবসাইটের লিংকে প্রবেশ করে একটি ভাষায় ক্লিক করলে খুতবার অনুবাদ শোনা যাবে।

পবিত্র হজের সময় আরাফা প্রাঙ্গণে প্রদত্ত খুতবার অনুবাদও আরবির পাশাপাশি বাংলাসহ মোট ১০টি ভাষায় অনূদিত হয়। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের হজ ও ওমরাযাত্রীদের সার্বক্ষণিক তাদের নিজস্ব ভাষায় সেবা দেওয়া হয়।

সূত্র: হারামাইন ওয়েবসাইট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page