ইন্দুরকানীতে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শণী মেলা,পুরষ্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠে প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলা প্রাণি সম্পদ বিভাগের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমি, ইন্দুরকানী থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সিদ্ধার্থ সরকার, উপজেলা ভেটেরিনারি কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম প্রমুখ।
মেলায় ৫০টি স্টলে উপজেলার খামারীরা তাদের পালিত বিভিন্ন প্রজাতির গবাদিপশু, হাস-মুরগি প্রদর্শণ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়।