গাজীপুরে রাতের আঁধারে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মহানগরের পূবাইলের ঢাকা বাইপাস সড়কে ভান্ডারী কালভার্ট এলাকায় আনোয়ার সিমেন্টের মালিকানাধীন ট্রাকে আগুন দেয়া হয়।
এলাকাবাসী জানায়, রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরের পূবাইল থানার ভান্ডারিয়া বাজারের পাশ দিয়ে বাইপাস সড়ক ধরে একটি ট্রাক উলুখোলার দিকে যাচ্ছিল। এসময় ৮ থেকে ১০জন দুষ্কৃতিকারী আনোয়ার সিমেন্ট কোম্পানীর ট্রাক লক্ষ্য করে পেট্টোল ছুড়ে আগুন লাগিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, কে বা কারা ট্রাকে আগুন দিয়েছে। এবিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।