March 16, 2025, 9:39 am

বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞা কাটলো

Reporter Name

বান্দরবানের রুমায় ভ্রম‌ণের ওপর নি‌ষেধাজ্ঞা স্থ‌গিত ক‌রে‌ছে রুমা উপ‌জেলা প্রশাসন।

শুক্রবার (১২ এপ্রিল) রুমা উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) মোহাম্মদ দিদারুল আলম স্বাক্ষ‌রিত এক গণবিজ্ঞ‌প্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

গত ৯ এপ্রিল রুমা ভ্রমণে চারটি নির্দেশনা দিয়ে একটি পত্র জারি করেছিল উপজেলা প্রশাসন। যার ফলে ভ্রমণ নিষিদ্ধ হয়ে যায়। তবে ওই পরিপত্রটি শুক্রবার রাতে (১২ এপ্রিল) স্থগিত করে পত্রাদেশ জারি করেন রুমার ইউএনও মো. দিদারুল আলম (রুটিন দায়িত্ব)।

জারি হওয়া নির্দেশনাগুলো ছিলো, যৌথবাহিনী অভিযান পরিচালনাকালে কোনো হোটেলে পর্যটকের রুম ভাড়া দেয়া যাবে না। কোনো পর্যটক পথ প্রদর্শকও পর্যটকদের কোনো পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না। কোনো পর্যটন কেন্দ্রের জিপ গাড়ি নিয়ে যাওয়া যাবে না এবং নৌ- পথেও পর্যটকের কোনো পর্যটন কেন্দ্রে না নিয়ে যাওয়া।

প্রসঙ্গত, গত ২ ও ৩ এপ্রিল পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফ সদস্যরা রুমা ও থানচিতে ব্যাংকে ডাকাতি করে। লুট করা হয় আনসার সদস্যদের ১৪টি অস্ত্র ও গুলি। এ ঘটনায় রুমা ও থানচি থানায় নয়টি মামলা করা হয়। শুরু হয় যৌথবাহিনী বাহিনীর অভিযান। এ প্রেক্ষিতে রুমা ভ্রমণে পর্যটকদের বারণ করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page