ক্রিড়া জগতের তারকা দম্পতি শোয়েব মালিক ও সানিয়া মির্জার বিচ্ছেদ হয়েছে আগেই। তারপর পাকিস্তানি ক্রিকেটার শোয়েব ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হন সানা জায়েদের সাথে। বিয়ের পর নিজেদের প্রথম ঈদে চুটিয়ে আনন্দ করছেন মালিক-সানা। ঈদের দিন তোলা তাদের রোমান্টিক ছবি হৃদয় কেড়েছে ভক্ত-অনুরাগীদের। খবর সামা টিভির।
চলতি বছর জানুয়ারির ২০ তারিখে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হোন। এর আগে টেনিস সেনসেশন সানিয়া মির্জার সাথে ছাড়াছাড়ি হয় পাকিস্তানের সাবেক ক্রিকেট অলরাউন্ডারের।
ঈদের দিনে তারা একে অপরের সাথে ঘনিষ্টভাবে ছবি তুলেন। ভালোবাসায় মাখামাখি সেই ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দুজনের গভীর সম্পর্কের প্রমাণ খুঁজে পাওয়া যায়।
সানা জাভেদ অফ হোয়াইট রঙের শাড়ি পড়েছেন। আর শোয়েব কালো রঙের পাঞ্জাবি পড়েছেন।
এদিকে শোয়েব মালিকের সাবেক স্ত্রী সানিয়া মির্জা তার প্রফেশনাল লাইফের সাথে মাতৃত্বের সমন্বয়ের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন।