নরসিংদির মাদবদীতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মাদবদীর টাটাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ঈদুল ফিতর উদযাপনে ঢাকা থেকে ব্রাক্ষ্মণবাড়িয়া যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে মাদবদীর টাটাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে আটজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তানভীর আহমেদ জানান, দুর্ঘটনায় চারজন মারা গেছেন। আহত হয়েছেন আরও ১০ জন। নিহতদের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।