স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন ঈদুল ফিতরের ছুটিতে আকস্মিকভাবে রাজধানীর দুটি হাসপাতাল পরিদর্শন করেছেন।
বুধবার (১০ এপ্রিল) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল দুটি পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী।
এসময় তিনি রোগী এবং হাসপাতাল সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী প্রথমে রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খবর নেন। এরপর তিনি দায়িত্বরত চিকিৎসক, নার্স এবং কর্মচারীদের সাথে কথা বলেন। তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না সে বিষয়েও জানতে চান।
ছুটির সময়ও চিকিৎসা সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন রোগীরা। তারা স্বাস্থ্যমন্ত্রীকে তাদের খোঁজখবর নেয়ার জন্য এবং ঈদের ছুটিতে খাবারের ব্যবস্থা করার জন্য ধন্যবাদ জানান।
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান উপস্থিত ছিলেন।
এছাড়া দুই হাসপাতালের দায়িত্বরত পরিচালক, অধ্যাপক, বিশেষজ্ঞ চিকিৎসক, চিকিৎসক, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।