আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে সাভার উপজেলার চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম সম্প্রতি বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করেছেন। এর ধারাবাহিকতায় কিছুদিন আগে উপজেলা চেয়ারম্যানের ছোটভাই তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর উঠান বৈঠক করেছিলেন আমিন বাজার ইউনিয়নের বড়দেশী কবরস্থানে।কথা দিয়েছিলেন কবরস্থান মাদ্রাসার জন্য ৫৫ টি ফ্যান দিবেন নির্বাচনের আগেই। সে কথা রাখলেন তিনি। আজ শুক্রবার জুমার নামাজের আগেই পাঠিয়ে দিলেন প্রতিশ্রুতি দেওয়া ফ্যানগুলো। এতে খুশি হয়েছেন এলাকার মানুষ। নামাজ শেষে উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ফখরুল আলম সমর, তাদের অসুস্থ মা ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ মোনাজাত করা হয়। এসময় সবাই মঞ্জুরুল আলম রাজীবকে পুনরায় উপজেলার চেয়ারম্যান হিসেবে দেখার আশাবাদ ব্যক্ত করেন।