ফিলিস্তিনিদের সাথে একাত্মতা প্রকাশের দিন আজ। প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার আল-কুদস দিবসটি পালন করে মুসলমানরা।
মুসলমানদের প্রথম কেবলা পবিত্র বায়তুল মুকাদ্দাস দখলমুক্ত করার আন্দোলনের প্রতীকী দিন হিসেবে প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার মুসলমানরা দিনটি পালন করে থাকেন। বাংলাদেশেও দিবসটি পালিত হয়ে আসছে।
পবিত্র নগরী আল কুদস বা বায়তুল মুকাদ্দাস হচ্ছে পবিত্র মক্কা মু‘আযযামা ও মদিনা মুনাওয়ারার পরে ইসলামের তৃতীয় পবিত্র স্থান, যেখানে অবস্থিত ইসলামের প্রথম কিবলা মসজিদুল আকসা। হজরত রসূলে আকরাম (সা.) মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদুন্নবী ও বায়তুল মুকাদ্দাসের মসজিদুল আকসার উদ্দেশ্যে সফরকে বিশেষভাবে সওয়াবের কাজ বলে উল্লেখ করেছেন।
১৯৪৮ সালের ১৫ মে ফিলিস্তিনের মূল অধিবাসীদের অধিকাংশকে বিতাড়িত করে ইহুদিরা সেখানে অবৈধ রাষ্ট্র ইসরায়েল গঠন করে। ১৯৬৭ সালে ইসরায়েল জেরুজালেমের পুরাতন শহরে অবস্থিত বায়তুল মুকাদ্দাস দখল করে নেয়। এরপর থেকে এ দখলদারিত্বের বিরুদ্ধে আল-কুদস দিবস পালন করে আসছে মুসলিম বিশ্ব।
জেরুজালেম শহরের অপর নাম ‘কুদস’ বা ‘আল-কুদস’। সে অনুযায়ী দিবসটির নাম আল-কুদস দিবস। ১৯৭৯ সালে ইরানে প্রথম পালিত হয় দিবসটি।
ইহুদিদের হাত থেকে মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদকে মুক্ত করার জন্য মুসলমানদের জাগিয়ে তোলাই এ দিবসের অন্যতম প্রধান লক্ষ্য।
ইমাম খোমেনির আহ্বানে ১৯৭৯ সালে ইরানে প্রথম শুরু হয়েছিল আন্তর্জাতিক আল-কুদস দিবস। এ দিবস পালনের উদ্দেশ্য হলো ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা প্রকাশ এবং দখলদারদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ।