January 13, 2025, 12:12 am

প্যারিস অলিম্পিক পণ্ডের চেষ্টার অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে

Reporter Name

ফ্রান্সের রাজধানী প্যারিসে আগামী ২৬ জুলাই থেকে আসর বসবে বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আসর অলিম্পিকের। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ইউরোপের এই দেশটিতে। তবে এই আসর শুরুর আগেই রাশিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার দাবি, প্যারিস অলিম্পিক পণ্ডের চেষ্টায় অপপ্রচার চালাচ্ছে রাশিয়া।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মতে, প্যারিস অলিম্পিক ভণ্ডুলের জন্য রাশিয়া অপপ্রচার চালাচ্ছে। নতুন অলিম্পিক সুইমিং সেন্টারের উদ্বোধনের সময় রাশিয়া এই গেমসকে টার্গেট করছে কিনা এমনটি জানতে চান সাংবাদিকরা।

জবাবে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, ‘কোন সন্দেহ নেই, তথ্যের ক্ষেত্রসহ (সব ভাবে)। প্রতিদিন (রাশিয়া) গল্প সামনে আনছে, আমরা এটি বা এমন কিছু করতে অক্ষম, যেন (গেমস) ঝুঁকির মধ্যে পড়ে যায়।’

ফরাসি সরকার বলেছে, রাশিয়া সম্প্রতি ফ্রান্সের বিরুদ্ধে প্রোপাগান্ডা আক্রমণ জোরদার করেছে। আর এসব গুজব ও বিভ্রান্তি ছড়াতে সোশ্যাল মিডিয়ায় ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে।

টানা দুই বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটিতে রুশ আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এমনকি রাশিয়াকে হারাতে তিনি শেষ পর্যন্ত কিয়েভের পক্ষে যুদ্ধ করার জন্য ফরাসি সৈন্য পাঠানোর বিষয়টিও উড়িয়ে দিতে অস্বীকার করেন না।

পোর্টাল কম্ব্যাট নামে রাশিয়ার তৈরি ওয়েবসাইটগুলোর একটি নেটওয়ার্কের বিরুদ্ধে নানা গল্প-গুজব তৈরি করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। যেমন এগুলোতে দাবি করা হয়েছে, ফরাসি ভাড়াটে সৈন্যরা ইতোমধ্যেই ইউক্রেনে কাজ করছে বা প্রেসিডেন্ট ম্যাক্রোঁ হত্যা প্রচেষ্টার ভয়ে কিয়েভ সফর বাতিল করেছেন।

সম্প্রতি মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলার পর গত বুধবার ফরাসি ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে একটি বিরল টেলিফোন আলাপ হয়। ম্যাক্রোঁর মতে, ফ্রান্সের কাছে গোয়েন্দা তথ্য ছিল যা রাশিয়ানদের ইসলামিক স্টেট গ্রুপের আফগান অংশ থেকে অভিযুক্ত হামলাকারীদের সম্পর্কে আরও জানতে সাহায্য করতে পারে।

কথোপকথনের বিষয়ে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু বলেন, মস্কোতে হামলার পেছনে ইউক্রেন জড়িত বলে রাশিয়ার করা অভিযোগের বিষয়ে ফ্রান্সের উদ্বেগের বিষয়টি তিনি রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে জানিয়েছেন।

মূলত হামলার পেছনে কিয়েভ জড়িত বলে মস্কো দাবি করলেও ফ্রান্স বলেছে, এই বিষয়ে কোনও প্রমাণ নেই।

অপরদিকে ফোনালাপে শোইগু বলেন: ‘কিয়েভ সরকার তার পশ্চিমা মিত্রদের অনুমোদন ছাড়া কিছুই করে না। আমরা আশা করি, (ক্রোকাস সিটি হল হামলার) ক্ষেত্রে ফরাসি গোপন পরিষেবা জড়িত নয়।’

বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, এসব কথা ‘উদ্ভট এবং ভয়ঙ্কর … হাস্যকর।’

বিবিসি বলছে, ফ্রান্সের প্রেসিডেন্ট প্রথমবারের মতো নিশ্চিত করেছেন, আগামী জুলাই মাসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বিকল্প পরিকল্পনা রয়েছে, যদি গেমস ঘিরে সন্ত্রাসী হুমকি আরও খারাপ অবস্থায় যায়।

আরও পড়ুন: আজ আন্তর্জাতিক ‘আল-কুদস’ দিবস
বর্তমান পরিকল্পনা অনুযায়ী আগামী ২৬ জুলাইয়ের অনুষ্ঠানটি সেইন নদীতে নৌকায় অনুষ্ঠিত হওয়ার কথা, যেখানে তিন লাখেরও বেশি লোক পাড় থেকে সেই অনুষ্ঠান দেখতে পাবেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই অনুষ্ঠানটি সন্ত্রাসী হামলার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

ম্যাক্রোঁ বলেছেন, ‘আমরা প্রস্তুত থাকব। আমরা বেশ কয়েকটি পরিস্থিতি তৈরি করছি। যদি হুমকি আরও বিস্তৃত হয় এবং যদি আমরা মনে করি- পরিস্থিতি এটিকে প্রয়োজনীয় করে তুলেছে তাহলে আমাদের ব্যাক-আপ পরিকল্পনা রয়েছে।’

প্যারিস অলিম্পিক গেমস শুরু হবে আগামী ২৬ জুলাই। চলবে ১১ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে প্যারা অলিম্পিক গেমস যা চলবে ২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page