বান্দরবানের থানচি বাজার ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় সন্ত্রাসীদের সাথে যৌথ বাহিনীর ব্যাপক গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে গোলাগুলি শুরু হয় বলে জানা গেছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ।
জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসীর সাথে পুলিশ-বিজিবির গোলাগুলি শুরু হয়। তারা এখনো হতাহতের কোনো খবর জানেন না। এলাকার স্থানীয়রা ভয়ে বাড়িতে অবস্থান করছেন। পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন বলেন, থানচি বাজার এলাকায় গোলাগুলি চলছে। বাজারে পুলিশ-বিজিবির সাথে কাদের গোলাগুলি চলছে সেটা নিশ্চিত করা যায়নি। বাজারের পাশে অন্য আরেকটি জায়গায়, মোট দুটি জায়গায় গোলাগুলি চলছে।
গোলাগুলির বিষয়ে তাৎক্ষণিক পুলিশ বা বিজিবির বক্তব্যও পাওয়া যায়নি।