December 7, 2024, 2:52 am

১৪ দিনের ছুটিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন কুবি উপাচার্য

Reporter Name

১৪ দিনের ছুটিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন। আগামী ৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত তিনি অস্ট্রেলিয়া অবস্থান করবেন বলে জানা গেছে।

৩১ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব রোকসানা বেগম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, তিনি তাঁর সন্তানদের সাথে দেখা করার জন্য অর্জিত ছুটির আওতায় ১৪ দিন অস্ট্রেলিয়া অবস্থান করবেন। অস্ট্রেলিয়া ভ্রমণ সংক্রান্ত যাবতীয় খরচ নিজেই বহন করতে হবে। এতে বাংলাদেশ সরকার বা বিশ্ববিদ্যালয়ের কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না।

আদেশে আরও বলা হয়, ভ্রমণ শেষে অফিসে রিপোর্ট করবেন এবং ভাইস চ্যান্সেলরের অনুপস্থিতিতে, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির ভাইস চ্যান্সেলরের রুটিন কাজগুলি সম্পাদন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page