বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ দুই যুগ ধরে এ দেশের জনগণকে বোকা বানিয়ে আমাদের সংবিধানকে কাটছাঁট করে মানুষের সাংবিধানিক সব অধিকারগুলোকে হরণ করেছে বর্তমান আওয়ামী সরকার।
বুধবার (৩ এপ্রিল) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, তারা জনগণকে বারবার বোকা বানাতে নতুন নতুন পন্থা আবিষ্কার করবেন। ডামি প্রার্থির মত তারা জনগণকে ডামি নির্বাচনও উপহার দিয়েছে। আর কি বাকি রাখছে তারা। মানুষের ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়েছে তারা। রাষ্ট্রকে একটি দলীয় রাষ্ট্রে পরিণত করেছে। নির্বাচনকে প্রহসনের নির্বাচনে পরিণত করেছে বলেই এ জনগণও আজ ডামি প্রার্থির মত এ নির্বাচনকেও ডামি নির্বাচন বলেই সম্বোধন করছে।
তিনি বলেন, মানুষের সাংবিধানিক অধিকারগুলোকে হরণ করতে গিয়ে দুর্নীতিতে দেশ আজ সয়লাব। আমাদের রাষ্ট্র যন্ত্রগুলোকে এখন দলীয়করণ করা হয়েছে, যার ফলে মানুষ আজ অসহায়, ন্যায্য বিচার পাওয়া থেকে বঞ্চিত।
মির্জা ফখরুল জাতির উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে এটাই আমাদের একমাত্র মুক্তির পথ। এখানে কোন ব্যক্তি বা দল বড় কথা নয়, নিজেদের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করাই হচ্ছে বড় কথা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির জেলা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ আইনজিবি সমিতির সদস্যরা।
উল্লেখ্য, ৪ এপ্রিল ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।